কুষ্টিয়ার দৌলতপুরে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের আরও ১০ গ্রামে নতুন প্লাবিত। এতে মোট ১৮টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ এখন পানিবন্দী।
সকালে নদীর পানিপ্রবাহ ছিল ১৩ দশমিক ৩০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল হামিদ। এদিকে বন্যা ও ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের আরও তিনটি ইউনিয়নের মানুষ। এরই মধ্যে পানিতে ডুবেছে উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী,ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের পদ্মা চরের আবাদি জমি। ইউনিয়নটির ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী থাকার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস।