কুষ্টিয়ার কুমারখালীতে শহিদুল হত্যা মামলায় এক আসামির আমৃত্যু কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে হত্যা মামলায় এক আসামির আমৃত্যু ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালত সূত্র জানা যায়, ২০০৯ সালের ২৩ মে শহিদুল ইসলাম নিখোঁজের পর ২৮ মে সকালে কালিতলা এলাকার একটি ডোবা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় নিহতের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫জনকে আসামি করে হত্যা মামলা করেন।তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে আজ এ রায় ঘোষণা করেন বিচারক। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। বাকী দুই আসামীকে খালাসের আদেশ দেন বিচারক।