কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের কাজে দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৬৩৩ বার পড়া হয়েছে
কোথাও রাস্তার পাশে পরিমিত জায়গা নেই, আবার কোথাও টান দিলে উঠে আসছে বিটুমিন আর পাথর। পাওয়া যাচ্ছে নিম্নমানের ইট। কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চলমান কাজে দুদকের অভিযানে, এমন চিত্রই ফুটে উঠেছে। ৬’শ ৪৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুদক অভিযানে নেমে তথ্য, উপাত্ত সংগ্রহ করেছে। সওজ বলছে, এখনও কাজ বুঝে নেয়া হয়নি, কোন অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক এ মহাসড়কটির প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ৬৪৩ কোটি টাকা ব্যয়ে ৬টি প্যাকেজে ৬ জন ঠিকাদারের মাধ্যমে ৬০ কিলোমিটার সড়কে জমি অধিগ্রহণ, ব্রিজ নির্মাণসহ সকল কিছুই এ প্রকল্পের আওতায় রয়েছে।
কিন্তু নিম্নমানের নির্মাণসামগ্রী আর ব্যাপক দুর্নীতি, অনিয়মে সড়কের কাজ শেষ হওয়ার আগেই পিচ উঠে যাচ্ছে। দু’পাশে হেজিং ভেঙ্গে যাচ্ছে। কখনও সড়ক ও জনপথ বিভাগের কাউকে কাজের সাইডে দেখা যায়নি। এ বর্ষায় সড়কটি ভেঙ্গে পড়বে, এমন আশংকা স্থানীয়দের।
প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পেয়ে গেলো ১২ মে কুষ্টিয়া দুদকের টিম সরজমিনে পরিদর্শনে যায়। সড়কের বেশ কিছু জায়গায় মাপ-জোক এবং কিছু নির্মাণ সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা-নিরিক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কমিশন থেকে নিদের্শনা আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কুষ্টিয়া দুদক কার্যালয়ের এ উপ-পরিচালক।
কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই। কাজটি মাত্র ৮০ ভাগ শেষ হয়েছে। ঠিকাদারের কাছ থেকে কাজটি বুঝে নেয়ার সময় কোন অনিয়ম থাকলে তখন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের এ নির্বাহী প্রকৌশলী।
















