কুষ্টিয়ার ধানক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে ধানক্ষেত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে মিরপুর পৌরসভার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে পড়ে থাকা বাজারের ব্যাগে মরদেহ দেখতে পান। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
দিনাজপুরের খানসামায় এক ভাংগাড়ি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।