কুর্মিটোলা হাসপাতালের নার্সকে দিয়ে বুধবার করোনার টিকাদান শুরু
- আপডেট সময় : ০৮:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে দিয়ে শুরু হবে দেশে করোনার টিকাদান কর্মসূচি। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা– এমনটা জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। এদিকে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজের প্রথম চালান ৫০ লাখ করোনা টিকা আসবে দু-একদিনের মধ্যেই দেশে পৌঁছুবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কিডনি হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে বুধবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। ঐদিনই কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে এ টিকার ট্রায়াল শুরু হবে।
দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ স্মরণে আলোচনায় অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস. করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
এদিকে, রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী দুই-একদিনের মধ্যেই প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে আসবে।
তিনি জানান, এর আগে গত ২১ জানুয়ারি উপহারের ২০ লাখ করোনার টিকা বাংলাদেশের হাতে তুলে দেয় ভারত।























