কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও সমর্থকেরাও। সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় গণ-সংযোগের মধ্যদিয়ে ৬ষ্ঠ দিনের প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী আফানুল হক রিফাত। সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ২৩ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকায় প্রচারণায় নামেন। একে অপরকে অভিযুক্ত করে ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে।
লিফলেট বিতরন কিংবা উঠান বৈঠকসহ ষষ্ঠ দিনে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। বুধবার দুপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত আজকের দিনের গণসংযোগ করেন নগরীর রেসকোর্স,
পুলিশলাইন ও ঝাউতলায়। ভোট চান নৌকার পক্ষে। ইস্টার্ন মার্কেটে প্রচারণার সময় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন আওয়ামী প্রার্থী।
কর্মীদের নিয়ে নগরীর স্টেশন রোড ও শাসনগাছা এলাকায় প্রচারণা চালান ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
অন্যদিকে, নগরীর ২৭ নম্বর ওয়ার্ড কোটবাড়ী এলাকায় জোর প্রচারণা চালান আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। টেবিল ঘড়ি মার্কায় ভোট দিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পুণরায় নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান তৈরির ওয়াদা করেন।
ভোটের লড়াইয়ে জিততে দিন-রাত অলিগলি চষে বেড়াচ্ছেন সকল প্রার্থীরা। আগামী ১৫ জুন হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।