কুমিল্লায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ দুই জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে রেব।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম ও ঢাকার মোগদা এলাকার স্বপন মিয়া। কুমিল্লা রেবের উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গেলরাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি টিআর ট্রাভেলস যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।