কুমিল্লায় বাস উল্টে চালক ও হেলপার নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় বাস উল্টে চালক ও হেলপার নিহত হয়েছে।
ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা এলাকায় এদূর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ জানান, দাউদ কান্দি থেকে চট্টগ্রামগামী একটি দ্রুত গতির বাস চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।এসময় বাসের নিচে চাপা পরে নিহত হয় চালক আবদুল মতিন ও হেলপার রিপাত হোসেন। এঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।





















