কুমিল্লায় প্রকাশ্যে গলা কেটে আ’লীগ নেতা খুনের ঘটনায় আরো ২ আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচড় এলাকায় মসজিদ থেকে বের হতেই দিনে-দুপুরে গলা কেটে আওয়ামী লীগ নেতা এনানুল হত্যার ঘটনায় আরো ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারও উদ্ধার করা হয়।
গেলরাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং আমতলী এলাকা থেকে আসামি আমান উল্লাহ ও আবু সাঈদকে আটক করে কুমিল্লার ডিবি পুলিশ । এর আগে গত শুক্রবার রাতে কাজী নিজাম উদ্দিন ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান। গেল ১৯ মে দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হন আওয়ামী লীগ নেতা এনামুল।