কুমিল্লায় জোড়া খুন মামলার ২ আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দিবাগত রাত দেড়টায় নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ সাব্বির হোসেন ও সাজনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি ও কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে তারা। ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।