কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতরাতে জেলার দাউদকান্দি উত্তর ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, গতরাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসত ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তেই ঘরে ছড়িয়ে পড়ে। এসময় মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম এবং মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া টিনের ঘরে বিদ্যুতিক সংযোগ ছিল। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্তের পর জানা যাবে।


























