কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় : বদিউল আলম মজুমদার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি ও যারা দোষী তারা বিচারের আওতায় আসে না বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে সংখ্যালঘুদের উপর হামলার পূনরাবৃত্তি ঘটছে। এমন মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক বদিউল আলম মজুমদার।
দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে ‘সুজন’ আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হউক। নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়।