কুমির আতঙ্কে দিন কাটছে যশোরে ৫ হাজার মানুষের
- আপডেট সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৯৯৮ বার পড়া হয়েছে
কুমির আতঙ্কে দিন কাটছে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের মজুতখালি নদ পাড়ের ৪ গ্রামের ৫ হাজারের বেশি মানুষের। নদীকে কেন্দ্র করে যাদের বাঁচা-মরা, সেই নদী পাড়ের বাসিন্দারা কুমিরের ভয়ে গোসল করা, মাছ ধরা- এমনকি নদীর পাড়ে যেতেও ভয় পাচ্ছেন। ক্ষণে ক্ষণে ভেসে উঠছে কুমিরের দল, নদী পাড়ের মানুষের গৃহপালিত হাঁস সাবাড় করে ফেলছে তারা। সংকট উত্তরণে কুমিরগুলো ধরার আকুতি ভুক্তভোগীদের।
মজুতখালি নদ পাড়ের জয়রাবাদ, নলামারা, দিঘলিয়া ও চন্দুপুরের বাসিন্দারা গত এক মাস ধরে কুমিরের ভয়ে নদীতে নামতে পারছেন না। সকাল-বিকাল নদীতে দলে দলে ভেঁসে উঠছে কুমিদের দল। রাতেও চরে দেখা মিলছে কুমিরের। নদীতে হাঁস নামলেই ছোবল দিয়ে নিয়ে যাচ্ছে। কুমিরের হাত থেকে বেঁচে উঠা উপজেলার জয়রাবাদ গ্রামের ষাটোর্ধ নারায়ণ বিশ্বাস বললেন, কুমির আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। [ফুটেজ-১ ও ৩ (প্রথম অংশ)]
নদী পাড়ের অনেক পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করলেও কুমির আতঙ্কে নদীতে যেতে পারছেন না। এতে রোজগারহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অর্থাভাবে পড়েছেন তারা।
কুমির আসার খবর ছড়িয়ে পড়ায় আশপাশ এলাকার উৎসুক মানুষ নদী পাড়ে ভিড় করছেন। আবার অনেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করছেন।
৪ গ্রামের বাসিন্দাদের কুমির আতঙ্ক থেকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এর আগে মজুতখালি নদীতে স্মরণকালের ইতিহাসে কখনো কুমিরের দেখা মেলেনি বলে জানান স্থানীয় বয়স্করা।