কুড়িগ্রামে ভরা মৌসুমেও বেড়েই চলেছে আলু দাম
- আপডেট সময় : ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ভরা মৌসুমেও বেড়েই চলেছে আলু দাম। পাইকারীতে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা। গত বছর ভালো দাম পাওয়ায় এবছর বেশি পরিমাণ জমিতে আলুর আবাদ করেছেন কৃষক। কিন্তু প্রতিকুল আবহাওয়ায় উৎপাদন হয়েছে কম। ফলে গত বছরের তুলনায় এবার ফাঁকা থেকে যাবে অনেক হিমাগার। আর উৎপাদন কম হলেও বাজারে প্রভাব না পড়বে না, বলছে কৃষি বিভাগ।
বিস্তীর্ণ মাঠ জুড়ে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। কোন কোন কৃষক আলু মজুদ করছেন হিমাগারে।
গেল বছর আকাশচুম্বি দাম পাওয়ায় এবার আলুর আবাদ বাড়িয়েছেন কুড়িগ্রামের কৃষকরা। কিন্তু টানা শীতে লেট ব্লাইট রোগে আক্রান্ত হয়ে পড়ে অনেক ক্ষেত। ফলে হিম ও রোগ থেকে ক্ষেত বাঁচাতে চড়া দামে ঔষধ কিনতে বাড়তি খরচ যোগাতে হয়েছে চাষীদের।হিমাগার সংশ্লিষ্টরা বলছেন, গত বছর আলুতে পরিপুর্ণ থাকলেও এবার তিন ভাগের এক ভাগ ফাঁকাই থেকে যাবে হিমাগারগুলো।
বাজারে দাম বেশি পাওয়ায় পরিপক্ক হওয়ার আগেই আলু উত্তোলন করে বিক্রি করেছেন অনেক কৃষক। ফলে কমে এসেছে উৎপাদন। ফলন কম হলেও আলুর বাজার স্বাভাবিক থাকার আশা কৃষি বিভাগের।গত বছর জেলায় ৬ হাজার ৫শ হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এবছর হয়েছে ৭ হাজার ৭৫ হেক্টর জমিতে।