কুখ্যাত জলদস্যূ কবীর বাহিনীর প্রধান ও তার ১৩ সহযোগী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত জলদস্যূ কবীর বাহিনীর প্রধান নূরুল কবীর, সেকেন্ড ইন কমান্ড মামুন ও তার ১৩ সহযোগীকে আটক করেছ রেব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল একটি আভিযানিক চৌকস দল চটগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে বাকী জলদস্যূদের চকরিয়া থানার ডান্ডিবাজার এলাকার কবীরের আস্তানা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দু’টি বিদেশী পিস্তল, ৬টি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ, ৫টি কিরিস, ১টি ছুরি, ১টি রামদা, ২টি হাসুয়া উদ্ধার করা হয়। সেই সাথে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত জলদস্যু মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ আব্দুল হামিদসহ তাদের সহযোগীদের আটক করে রেব।