কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকালেন জো বাইডেন
- আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। গত শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলা করতে গিয়ে তিনি এ ব্যথা পান বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
জো বাইডেনের দুটি পোষা কুকুর আছে। মেজর নামের বিশাল আকৃতির একটি কুকুর পোষার জন্য তিনি ২০১৮ সালে সংগ্রহ করেন। আরেকটির নাম চ্যাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউসে বসবাসের সময় পোষা কুকুর দুটি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে একটি বিড়ালও সংগ্রহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেকটা সুস্থ।
মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।
তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক