কিয়েভের বিভিন্ন স্থানে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। ক্ষোভ ও নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু দেশ। সাত মাসের এ যুদ্ধে ২৪ ঘন্টা আগেও ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।
এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর মতো এশিয়ার দেশ ভারতও বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দেয় নয়াদিল্লি। ইউক্রেনের চার অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া জাতিসংঘে প্রস্তুত করা হয়। রাশিয়া সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। তবে রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারতসহ শতাধিক দেশ। শুধুমাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। আর বিপক্ষে ছিল ১০৭টি দেশ। ভোটদানে বিরত থাকে ৩৯টি দেশ। হার অবশ্যম্ভাবী জেনে রাশিয়া ও চীন ভোট দেয়নি বলে কূটনৈতিক মহলের ব্যাখ্যা।