উদ্বোধনের দুই যুগেও শুরু হয়নি কিশোরগঞ্জ হাওর অধিদপ্তরের কার্যক্রম
- আপডেট সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
উদ্বোধনের দুই যুগেও কার্যক্রম শুরু হয়নি কিশোরগঞ্জ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের। এতে সেবা বঞ্চিত হচ্ছেন হাওরবাসী। ইতিমধ্যে, ভেঙ্গে পড়েছে ভবনটির দরজা জানালা ও টিনের চাল। নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র। কার্যক্রম না থাকায় অফিসে না এসেও প্রতি মাসে বেতন নিচ্ছেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারি।
কিশোরগঞ্জের হাওরবাসীর জীবন মান উন্নয়নের জন্য জেলা শহরের পূর্ব তারাপাশায় এর আঞ্চলিক কার্যালয়। সাইনবোর্ড ও গেইট দেখলে মনে হবে সব ঠিকঠাক। কিন্তু ভিতরের চিত্র একেবারেই উল্টো। দরজা-জানালা ভাঙ্গা। জরাজীর্ণ ভবন পরিত্যক্ত জঙ্গলবাড়ীর আবছায়া।
অফিস কার্যক্রম না থাকায় নষ্ট হচ্ছে স্থাপনাসহ ভেতরের আসবাব ও ইলেকট্রনিক্স সরঞ্জাম। স্থায়ীভাবে ১৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কথা থাকলেও দপ্তরে চাকরি পেয়েছেন তিনজন। তবে অফিস করেন মাত্র এক ব্যক্তি।
জেলার মোট আয়তনের অর্ধেকের বেশি হাওর অধ্যুষিত এ অঞ্চলের অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি স্থানীয়দের।
কার্যালয়ের দায়িত্বে থাকা উপ-পরিচালক বসেন ঢাকা অফিসে। হাওর অঞ্চল অফিসের কি কাজ তা সে সম্পর্কে কোন ধারণা নেই।
৬৫ শতাংশ জায়গার উপর নির্মিত আঞ্চলিক এ কার্যালয়ে ৮টি অফিস কক্ষ ও কর্মকর্তাদের থাকার জন্য ৬টি কোর্য়াটার রয়েছে।