কিশোরগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা
- আপডেট সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৭০৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। গতকাল জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ উৎসব উদ্বোধন করা হয়। প্রতিবারের মতো ছড়া উৎসব ঘিরে দেশ-বিদেশের ছড়াকার ও কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়েছে অনুষ্ঠানস্থল। উৎসবে থাকছে আলোচনা, ছড়া পাঠ, নাটক, গানসহ নানা আয়োজন।
“আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত” এ শ্লোগান নিয়ে কিশোরগঞ্জে শুরু হয়েছে ২০তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। আয়োজন করেছে ছড়া উৎসব পরিচালনা পর্ষদ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে তিনদিনের উৎসব শুরু হয়।
পরে জেলা সমবায় কমিউনিটি সেন্টার চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। দেশ-বিদেশের ছড়াকার ও কবি-সাহিত্যিকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে ছড়া উৎসব। গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে চন্দ্রাবতী মেলা।
প্রতি বছরেই ওপার বাংলার কবি-সাহিত্যিকরা ছড়া উৎসবে যোগ দেন।
ছড়া বাংলার আবহমান সংস্কৃতিকে ধারণ করে। আর তা সকলেই মাঝে ছড়িয়ে দিতেই নিয়মিত এ আয়োজন বলে জানান আয়োজকরা।
তিন দিনের এই উৎসব শেষ হবে শনিবার।