সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।একই সঙ্গে কিলার আব্বাসের নাম, পরিচয় ও তার ক্রিমিনাল রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন আইজিপিসহ সংশ্লিষ্টদের আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৫ নভেম্বর সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে কারাগারে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, রেবের ডিজি, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী জানান, হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১১টি মামলায় কিলার আব্বাস খালাস পেয়েছেন। ডাকাতির অভিযোগে একটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন আছে। এই মামলাতেও তিনি জামিন পেয়েছেন ২০১৬ সালে। তারপর কী কারণে তাকে কারাগারে আটক রাখা হয়েছে, জানতে রিট দায়ের করা হয়।