করোনা দুর্যোগে আর্থিক সংকটে থাকা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেতারা।
বিকেলে রাজধানীর মিরপুর রূপনগর পাইলট হাই স্কুলে এক জরুরি সভায় এ দাবি জানান এসোসিয়েশন নেতারা। সংগঠনের মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানার সভাপতিত্বে সভায় যুগ্ম-মহাসচিব জয়নুল আবেদিন জয়, অর্থ সম্পাদক মো. আবদুস সবুর, নজরুল ইসলাম ও ইসমাইল হোসেন মাস্টার বক্তব্য রাখেন। জাহাঙ্গীর কবির রানা বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, চরম আর্থিক সংকটে মানবেতর জীনযাপন করছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। তারা লাইনে দাঁড়িয়ে ত্রাণও নিতে পারছেন না।