কিছু মানুষের মৃত্যু পাহাড়ের মতো ভারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বহু মানুষের মৃত্যু পালকের মতো হালকা হলেও কিছু কিছু মানুষের মৃত্যু পাহাড়ের মতো ভারী। সদ্য প্রয়াত ড. আকবর আলী খান তাদেরই অন্যতম একজন। তার চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্র-প্রিয় ন্যায়নিষ্ঠ মানুষের জন্য এক বিশাল ক্ষতি। তার মৃত্যু সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রসুল্লাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী উদযাপন কমিটি আয়োজিত ড. আকবর আলি খানের স্মরণসভায় একথা বলেন বক্তারা। বর্ণাঢ্য জীবনে আকবর আলী খানের কর্ম ও ভাবনার পরিধি ছিল বিস্তৃত। বহুমুখী প্রতিভার অধিকারী ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিভিন্ন অঙ্গনের মানুষ। তাঁর রূহের শান্তি কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। এ সময় তারা আরও বলেন, দেশের অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক ধারা নিয়ে তার স্পষ্টবাদীতা নজিরবিহীন।