কিছু মানুষের কাজই সরকারের সমালোচনা আর বিদেশীদের নালিশ করা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
কিছু লোকের কাজই হচ্ছে সরকারের সমালোচনা এবং বিদেশীদের কাছে নালিশ করা। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের মাঝে হতাশা ছাড়ানো ওই সমালোচকদের উচিত সরকারে বিগত অর্জনগুলো মূল্যায়ন করা। ঢাকা-নিলফামারী রুটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। লোডশেডিং ও মূল্যস্ফীতিতে সাধারণ মানুষে কষ্ট হচ্ছে, জানিয়ে আরো বেশী কৃষি উৎপাদনে মনযোগী হবার আহ্বান জানান তিনি। ভারতের রেল দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শেখ হাসিনা।
শেখ হাসিনার দর্শন রেলপথের উন্নয়ন, শীর্ষক অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীতে তুলে ধরা হয় আন্ত:দেশীয় রেল যোগাযোগে নিলফামারীর সীমান্তবর্তী চিলাহাটি স্টেশনের গুরুত্ব এবং রেলের উন্নয়নে সরকার গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত তথ্য। শনিবার ছাড়া প্রতিদিন আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩-১০মিনিটে ঢাকার কমলাপুর পৌঁছবে।
গণভবন থেকে ভার্চূয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং রেলওয়ের কর্মকর্তারা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে বিস্তৃত রেল যোগাযোগ স্থাপনে কাজ করছে সরকার। আগামীতে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচস হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেল দুর্ঘটনা রোধ এবং রেলের সম্পদ রক্ষণাবেক্ষণে সবাইকে যত্নবান হবার নির্দেশ দেন সরকার প্রধান।
বাজেট প্রসঙ্গে এসি রুমে বসে সরকার বিরোধী সমালোচনার জবাবও দেন শেখ হাসিনা।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তৈরী হওয়া জ্বালানী সংকটের কারণে লোডেশেডিং ও মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবেও সরকার তৎপর বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।