কিছুক্ষণ পর পলোগ্রাউণ্ডের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিকেলে প্রধানমন্ত্রীর জনসভা। ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে দলে দলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম পৌঁছেন। ওদিকে, পলোগ্রাউণ্ডের জনসভার সময় বিকেলে নির্ধারণ করা হলেও সকাল থেকেই সমাবেশে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষ। দূর দুরান্তের নেতাকর্মীরা রাতেই শহরে চলে আসেন। সকাল হতে না হতেই বর্ণাঢ্য সাজে সেজে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ সমাবেশে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। গত ১৪ বছরে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীরাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আসছেন সমাবেশে। অতীতের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের বৈতরনী পার হওয়ার প্রত্যয়ও জানান জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে গোটা চট্টগ্রাম। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর প্রদর্শনী। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। তবে নেতাকর্মীদের অতিরিক্ত চাপে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে হিমসিম খাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল ১১টার আগেই ৪ লাখ ৭০ হাজার বর্গফুটের পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ভিড় গিয়ে ঠেকে আশপাশের সড়কগুলোতে।