কাশ্মীর সীমান্তে ভারতীয় কোয়াড কপ্টার ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারতীয় কোয়াড কপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টারটি কাশ্মীরের পানাডু সেক্টরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করা হয়। পাকিস্তানের ভূখণ্ডে ২০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করে ওই কোয়াডকপ্টারটি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানায় , চলতি বছরে ভারতীয় অন্তত ১০টি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে। জম্মু-কাশ্মীরের দুটি অংশের একটি পাকিস্তান ও অপরটি ভারত নিয়ন্ত্রণ করে আসছে। এছাড়া ছোট একটি অঞ্চল চীনের দখলে রয়েছে।