কাল সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে শনিবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ এবং পুলিশের হামলা, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে কাল সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির উপর হামলার প্রতিবাদে আজই কর্মসূচি দেয়ার কথা ছিল, তবে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করায় দিয়ে একইদিনে কর্মসূচি দিয়ে সংঘাত চায় না বিএনপি। যার কারণে আগামীকাল কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিএনপিকে ফাঁসানোর অপচেষ্টা চলছে। কিন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট খবর বেরিয়েছে- পুলিশের সামনে এসব বাস পুড়িয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছে। কারা এটা করতে পারে, সবাই বোঝে।নিজেরা অপরাধ করে বিএনপির ওপর আবারও দোষ চাপানোর চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।