কাল সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
আগামীকাল রবিবার সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা। দেশের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। সেইসঙ্গে চলছে পূজার শেষ প্রস্তুতি।
প্রতি বছরের মত এবছর পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মবলম্বীরা। এ পূজা উপলক্ষ্যে জেলার হিন্দু ধর্মবলম্বীদের বাড়ীতে বাড়ীতে মন্ডপ তৈরী করে লক্ষ্মী প্রতিমা স্থাপন করা হবে। তাই সবাই ব্যস্ত লক্ষ্মী প্রতিমা কিনতে। আর এ উপলক্ষ্যে শহরের খাটরা সার্বজনীন কালীবাড়ীতে ১’শ থেকে ২’শ টাকার ছোট প্রতিমা এবং ৩’শ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বড় প্রতিমা। সোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ বিভিন্ন উপকরন কিনে নিচ্ছে ক্রেতারা। এক হাটে সকল উপকর পাওয়া কষ্টের হাত থেকেও বেঁচে যাচ্ছন তারা। ঢাকা, ঢোল আর উলুধ্বনি মুখরিত হয়ে উঠবে প্রতিটি ঘর।























