কাল শুরু হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের অর্থনৈতিক সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৭২৩ বার পড়া হয়েছে
খাদ্য নিরাপত্তা, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ একাধিক বৈশ্বিক সংকটের মধ্যে শুরু হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের সপ্তাহব্যাপী বার্ষিক বৈঠক শুরু হচ্ছে কাল। ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ’র প্রধান কার্যালয়ে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় এই সম্মেলন।
অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, সংসদ-সদস্য, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং দাতা সংস্থাগুলো মিলিত হবে এ সম্মেলনে। এবারের বৈঠকে আলোচ্য ইস্যু হচ্ছে, অর্থনৈতিক অনিশ্চয়তায় দাতা সংস্থাগুলোর ঋণ ব্যবস্থাপনা। বিশ্বব্যাংক ও আইএমফ’র কাছে বাংলাদেশ যে ৫৫০ কোটি মার্কিন ডলার ঋণ চেয়েছে সে প্রস্তাবও এতে প্রাধান্য পাচ্ছে। বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আবদুর রউফ তালুকদার এবং অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনসহ সরকারি পর্যায়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন গেছেন। প্রস্তুতি হিসাবে শুক্রবার অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৈঠক করেছেন। এর আগে বৈঠক করেছেন অর্থ সচিব।