কাল ফরিদপুরে বিএনপির গণসমাবেশ
- আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কাল ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র গণপরিবহন ধর্মঘট শুরু হয়েছে।বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।এবার বন্ধ করা হয়েছে রাস্ট্রীয় বাস বিআরটিসি। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
গণসমাবেশ সামনে রেখে ধর্মঘট ডাকা হলেও তার আগেই হাজার হাজার বিএনপি নেতাকর্মি সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। মাঠেই চলছে রানা-বান্না, খাওয়া এবং রাত্রিযাপন। ধর্মঘটসহ সব বাধা প্রতিহতের অঙ্গীকার করেছেন নেতাকর্মিরা।
বিএনপি’র প্রতিটি গণসমাবেশের আগে সেই এলাকায় ডাকা হয় পরিবহন ধর্মঘট। ফরিদপুর গণসমাবেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, সমাবেশের আগের দিন থেকে ৩৮ ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয়েছে বিআরটিসির বাস চলাচলও।
ধর্মঘটের কারণে বন্ধ সব ধরনের যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। পায়ে হেঁটে কিংবা ব্যাটারিচালিত অটো রিক্সা যোগে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।
এদিকে, পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় গণসমাবেশে যোগ দিতে দুইদিন আগেই সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
মাঠে রানা-বান্না, মাঠে খাওয়া আর মাঠেই কুয়াশার মধ্যে খোলা আকাশের নীচে রাত্রী যাপন করেন তারা। তাদের সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপির স্থানীয় নেতারা।
সব বিভাগীয় সমাবেশের আগে সরকার ধর্মঘট দিয়ে বিএনপির কর্মসূচি ঠেকাতে চায় বলে আভিযোগ করেন, ফরিদপুর গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ।
তবে যতই বাধাই দেয়া হোক, ফরিদপুর গণসমাবেশও জনসমুদ্রে পরিণত হবে এ ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির শীর্ষ নেতারা।
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
এই সময়ের মধ্যে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের পাশাপাশি এবার সরকারি পরিবহন বিআরটিসির বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার নছিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে টানা ৩৮ ঘন্টা ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।
বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতে বেসরকারি বাসসহ সরকারি বাস বিআরটিসি চলাচলও বন্ধ করা হয়েছে।
তবে এতে বিএনপির গণসমাবেশ ঠেকানো যাবে না।