কাল পায়রা বন্দর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৮১১ বার পড়া হয়েছে
আগামীকাল পায়রা বন্দর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা সমুদ্র বন্দরের টার্মিনাল-১’এ চলছে প্রস্তুতি।
গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এসময় রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং ও বন্দরের ৮টি সহায়ক জলযান কার্যক্রমের উদ্ধোধন করা হবে। এছাড়াও পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল, ৬-লেন বিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর উপর ১.১৮ কি.মি. ৪-লেন সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা সমুদ্র বন্দর পরিপূর্ণ সক্ষমতার সাথেযাত্রা শুরু করবে এবং বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।