কাল থেকে সারাদেশে চালু হচ্ছে ওএমএস কার্যক্রম

- আপডেট সময় : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কাল থেকে সারাদেশে চালু হচ্ছে ওএমএস কার্যক্রম। টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেয়া হবে।
৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান এই প্রক্রিয়া আরও সম্প্রসারণ করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি করে চাল পাবেন। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া
হবে। এদিকে, সাভারে টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে। সকালে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম শুরু হয়। নিম্নআয়ের মানুষ ৪০৫ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুরের ডাল, এক কেজি চিনি কিনতে পারছেন। আজ প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এছাড়াও আশুলিয়ার বিভিন্ন এলাকায়ও টিসিবির পণ্য বিক্রি করা হয়।