স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পালন নিশ্চিত না হওয়ায় কাল থেকে সাভারের সব বিপণী বিতান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজুর রহমান জানান, চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত পরিসরে সাভারের বিপণী বিতানগুলো চালু করা হলেও গত ক’দিন ধরে নজরদারীকালে দেখা যায়, খোলা এসব বিপণী বিতানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেই সাথে বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্বও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ সাভারের সব বিপণী বিতান আবার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি বিপণী বিতানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে দোকানগুলো বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।