কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা
- আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী। সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।
পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে প্রশ্নপত্র মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো অপরাধ প্রতিরোধে কঠোর প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিটিআরসিকে সতর্ক রাখা হয়েছে। পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্নফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেনে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্নফাঁসের গুজব ছড়াবে তাদের আইডি শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দা সংস্থাকে দেয়া হবে। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা ও কর্মচারী গোয়েন্দা নজরদারিতে আছেন। এমনকি প্রশ্ন সর্টিং ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তারাও রয়েছেন নজরদারিতে।