কাল চার দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কাল চার দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান-প্রযুক্তি, রেলওয়ে, আইন, তথ্য ও সম্প্রচারসহ ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ভারত থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার ৪ দিনের রাষ্ট্রিয় সফরে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী বৈশ্বিক মন্দায় এই সফর দু’দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুটনৈতিক মহল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশ প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্র, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্য, রেলপথ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে জানান, ৬ সেপ্টেম্বর দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে হায়দ্রবাদ হাউজে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কুশিয়ারার পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, আইন, তথ্য ও সম্প্রচার সহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এসময় মায়ানমার ও রোহিঙ্গা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কেনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।
ভারত থেকে জ্বালানি তেল কেনার বিষয়েওআলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।