কাল অনুষ্ঠিত হবে দিনাজপুরে ইউপি নির্বাচন
- আপডেট সময় : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৬২৫ বার পড়া হয়েছে
কাল অনুষ্ঠিত হবে দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদ, ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদ এবং ১ নম্বর আজিমপুর ইউপি নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আগ্রহী তারা। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ভোটগ্রহণে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দিনাজপুরে শোডাউনসহ বিভিন্ন মার্কার পক্ষে মাইকিং করে ভোটারদের মনোযোগ আকর্ষণে গানের তালে চলছে প্রচার-প্রচারণা। লিফলেট ব্যানারে ছেয়ে গেছে তিন ইউনিয়নের পথ প্রান্তর। তবে সৎ ও যোগ্য প্রাপ্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা।
যে প্রার্থীকে দুঃসময়ের কাছে পাওয়া যাবে সেই প্রার্থীকেই ভোট দিতে চান তারা।
নিজের পক্ষে ভোটার টানতে তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের কাছে নানা পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা।
এদিকে জেলা নির্বাচন অফিস বলছে, তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই তিন ইউনিয়নে মোট ভোটার ৪৭ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ২২৩ এবং মহিলা ভোটার ২৩ হাজার ৪০৯। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন, সাধারণ সদস্য পদে ৯৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। ভোটগ্রহণ ২৮ এপ্রিল।