কালীপূজায় দু’দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কালীপূজা উপলক্ষে দু’দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে, চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধান্ত চিঠির মাধ্যমে জানিয়েছেন। দু’দেশের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম চলবে।
সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিও বন্ধ রয়েছে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারন সম্পাদক শিব শংকর দাসের সই করা চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি জানিয়েছে। তবে, চেকপোষ্ট দিয়ে যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।