কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬টি গ্রাম। ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, মালঞ্চা সহ ৬টি গ্রামে ভেঙ্গে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত অসংখ্য কাচা ও আধাপাকা বাড়ি ঘর। ক্ষতি হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ।
ঈদের আগের রাতে কালবৈশাখী ঝড়ে পুরো ৬টি গ্রাম বিধ্বস্ত হয়। এলাকাবাসী জানায়, কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় গ্রামগুলো। গাছপালা ভেঙ্গে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। ঝড়ে গাছ উপড়ে ও চাপা পড়ে অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়। একই সঙ্গে আম, কাঁঠাল, লিচুসহ খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়। বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিদ্যুতের খুঁটি উপড়ে ঝড়ের সময় থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না অনেক এলাকায়।