কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে : ডিএমপি কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, নতুন করে অপরাধে যুক্ত হলে- তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সকালে রাজধানীর পল্টনে আউটার স্টেডিয়ামে ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের ফুটবল খেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ক্ষমতার পালাবদলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কাজে ফেরেননি বলে যে গুঞ্জন আছে তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, যারা যোগদান করেননি, সেটা একেবারেই মিনিমাম নাম্বার। যারা যোগদান করেননি, তাদেরআর কাজে যোগদানের সুযোগ নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মহানগরীসহ দেশের মানুষ যাতে নিরাপদ থাকে সেজন্য কাজ করছে পুলিশ বলেও জানান মাইনুল হাসান।