কারাগারে রাজনৈতিক বন্দীদের সাথে অমানবিক নিষ্ঠুর আচরণ করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কারাগারে রাজনৈতিক বন্দীদের সাথে অমানবিক নিষ্ঠুর আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দেশে গণজাগরণ শুরু হয়েছে বলেই ভয় উপেক্ষা করে জেগে উঠেছে দেশের সব মহলের মানুষ। সব শ্রেণী পেশা মানুষ জেগে উঠেছে তরুণ সমাজ যেখানে জেগে ওঠে সেই আন্দোলনকে কেউ ব্যহত করতে পারবেনা। শুধু হত্যা নয়, গণকবর দেওয়া হয়েছে, ছাত্রদের তাই আন্দোলন সফলতা আসবেই। আগামী কালের অসহযোগ আন্দোলনই শুধু সমর্থণ নয় ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বাত্নক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বনানীতে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদের অসুস্থ স্ত্রীকে দেখতে এসে এসব কথা বলেন মির্জা ফখরুল।