কারাগারে দাঙ্গা করে প্রাণ হারালো ইকুয়েডরের ৬৮ বন্দী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কারাগারে দাঙ্গা করে প্রাণ হারালো ইকুয়েডরের ৬৮ বন্দী। সেই লড়াইয়ে বিস্ফোরক আর বন্দুকও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। কারা অভ্যন্তরে প্রবেশ করে পুলিশ জানিয়েছে, সেখানে বন্দুক এবং বিস্ফোরক খুঁজে পাওয়া গেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা গিয়েছিল। দেশটির কারাগারগুলোতে চলতি বছর এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দীর মৃত্যু হয়েছে। এ মাসের শুরুর দিকেও সেখানে সংঘর্ষের পরে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছিল।