কামরাঙ্গীরচরে প্রতিবন্ধী ভিক্ষুক ফজর মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
কামরাঙ্গীরচর থেকে প্রতিবন্ধী ভিক্ষুক ফজর মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ফজর মিয়ার ৫ম স্ত্রী ফাতেমা বেগম, তার সাবেক স্বামী গাজী রহমান ও মেয়ে মিতুসহ তিনজনকে শেরপুরের ঝিনাইগাতি থেকে গ্রেফতার করা হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জাফর হোসেন জানান, ৫ম স্ত্রীর আগের পক্ষের মেয়েকে যৌন নিপীড়নের কারণে ভিক্ষুক ফজর মিয়াকে বালিশ ও গামছা পেছিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামীরা। পরে তারা বাসা ছেড়ে শেরপুরের ঝিনাইগাতিতে আত্মগোপনে চলে যায়। এঘটনায় নিহতের ভাই মামলা করলে তদন্তে নামে লালবাগ পুলিশ বিভাগ। জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তী দিয়েছে আসামীরা। তাছাড়া, মোহাম্মদপুর এলাকায় ফজর মিয়া ও ফাতেমার আগের স্বামী গাজী রহমান একসঙ্গে ভিক্ষা করার সময়ে ফাতেমার দিকে নজর গেলে দু’বছর আগে ফুসলিয়ে তাকে বিয়ে করে ফজর মিয়া। গেলো ৩০ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর এলাকার হাসাননগর এলাকার ফেরদৌস ভিলা থেকে ফজর মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্বার করে পুলিশ।