কাতার বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে নেদারল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপ বাছাই পর্বে জিতেছে নেদারল্যান্ডসও। জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। জোড়া গোল করেছেন মেমফিস ডিপাই।
জি গ্রুপের লড়াইয়ে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড ডাচদের। স্কোর শিটে নাম তোলেন ভার্জিল ভ্যান ডিক। ২১ মিনিটে লিড দ্বিগুণ করেন মেমফিস ডিপাই। প্রথমার্ধের শেষ দিকে সফল স্পটকিকে আবারও স্কোরশিটে নাম তোলেন ডিপাই। বিরতির পর ডামফ্রিজের গোলে ব্যবধান ৪-০ করে নেদারল্যান্ডস। এরপর গ্রোয়েনভেল্ড ও মালেনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গাল শিষ্যরা। এই জয়ে ৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান ডাচদের। আর পয়েন্টবিহীন জিব্রাল্টার আছে টেবিলের তলানিতে।