কাতার বিশ্বকাপ বাছাইয়ে শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপ বাছাইয়ে শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় বিগ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিতের মিশনে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মেসির দল। ছন্দ ধরে রাখার মিশনে এবার উরুগুয়ে বাধা টপকাতে চায় আর্জেন্টিনা। এদিকে, পায়ের চোটের কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে খেললে উরুগুয়ের বিপক্ষে পূর্ন ফিট মেসিকে পাচ্ছেন কোচ স্কালোনি। তবে, বিষয়টি ভালভাবে নেয়নি পিএসজি। চোট সারার আগে মেসিকে দলে রাখায় ফিফার হস্তক্ষেপ চেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। যদিও আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত লিওনেল মেসি।