কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম
- আপডেট সময় : ০৮:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আলাদা ম্যাচে জিতে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বাছাই পর্বের ম্যাচে কাজাখস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ফরাসীরা। আর এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়ানরা।
ঘরের মাঠে কাজাখস্তানকে শুরু থেকে চাপে রাখে ফ্রান্স। ফরাসীদের গোল উৎসবের শুরু ম্যাচে ৬ মিনিটে। ৮ গোলের চারটিই করেন এমবাপ্পে, যার তিনটিই আসে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে হয়েছে পাঁচ গোল। যেখানে জোড়া গোল করে বড় জয়ে অবদান রেখেছেন করিম বেনজেমা। একটি করে গোলে পেয়েছেন রাবিও আর আতোয়ান গ্রিজম্যান। অন্য ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে শুরুতে গোল পেয়ে যায় বেলজিয়াম। স্কোরার স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে। বেলজিয়ামের সেকেন্ড গোলটা এসেছে সেকেন্ড হাফের শুরুর দিকে। স্কোরশিটে নাম তোলেন কারাসকো। আর বেলজিয়ামের হয়ে শেষ গোলটা করেন থরগান হ্যাজার্ড। মাঝে এক গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি এস্তোনিয়া।