কাতারে চার লাখের অধিক প্রবাসীর বসবাস। যাদের বেশির ভাগের যোগাযোগের মাধ্যম ইমো এ্যাপস।
এই অ্যাপস ব্যবহার করতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পরে অর্থ খুইয়েছেন অনেকে। ওটিপি কোড হ্যাক করে প্রতারণার ব্যবসা এখন রমরমা।
বিশ্বের যেকোনো স্থান থেকে বিনামূল্যে শুধু ডাটা খরচ করে টেক্সস ,অডিও ও ভিডিও কলিং সুবিধা দেয় অ্যাপস ইমো।
বিশ্বের যে কোন জায়গায় বসে খুব সহজেই অন্য কারো ইমো ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
আর এই সুবিধাকে প্রতারণার কাজে লাগাচ্ছে সংজ্ঞবদ্ধ প্রতারক চক্র।
প্রবাসী সেবা কেন্দ্র, সিআইডি বা দুতাবাসের লগো ব্যবহার করে পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ডের তথ্যে গরমিল বা অন্যান্য তথ্য ভুল সংশোধনের কথা বলে ওটিপি নিয়ে চলে প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সচেতন হওয়ার আহবান জানান কমিউনিটি নেতারা
মূলত ওটিপি হাতিয়ে নেয়ার পর ইমু দখলে নিয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা আদায়ের জন্য বিকাশ নম্বর ব্যবহার করে এই প্রতারক চক্র।