কাচাঁবাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ব্যাপক চড়া। আরেক দফা বেড়েছে ডিমের দাম। আর বাড়তি মূল্য দিয়েই কিনতে হচ্ছে চাল, ডাল, তেল, চিনিসহ সবরকম খাদ্যপণ্য। বাজার করতে এসে প্রায়ই অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বাজারদর নিয়ে বারবার মনিটরিংয়ের দাবি জানানো হলেও কার্যকর কোন সুফল পায়না নগরবাসী। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে উঠে এসেছে এসব চিত্র।
শীতকালীন সবজির ভরা মৌসুম। তবুও ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে কোনো সবজি। ৭০ থেকে ৮০ টাকার কমে মিলেছেনা লাউ। বরবটি, ঢেড়স, কিংবা করল্লা কিনতে হলে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০টাকা। দাম চড়ার…. কারণে ক্ষুব্ধ ভোক্তারা। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম; কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০টাকা। তবে, বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ১০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। পাশাপাশি দাম বেড়েছে মাছ ও মাংসের। আর আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। প্রতিনিয়ত খাদ্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আবারও বাজার মনিটরিংয়ের দাবি করেন ভোক্তারা ।