কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার চাষী
- আপডেট সময় : ১০:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চীনে করোনা ভাইরাসের প্রভাবে দেশে উৎপাদিত কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার চাষী ।সেই সাথে ব্যবসায়ি ও রপ্তানিকারকদেরও দুশ্চিন্তার শেষ নেই। রপ্তানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এ খাত আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বাগেরহাটে কাঁকড়া চাষে ঝুঁকি কম হওয়ায় ১০ বছর ধরে কয়েক হাজার খামারী এর চাষ করে আসছেন। আর লাভজনক হওয়ায় দিনদিন কাঁকড়া চাষের পরিধিও বেড়ে চলেছে। বাগেরহাটের সাত উপজেলায় ১৫০০ হেক্টর জমিতে ৩ হাজার ৭৭৮টি কাঁকড়ার খামার রয়েছে। তবে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২২ জানুয়ারি থেকে স্থানীয় ডিপো মালিকরা কাঁকড়া কেনা বন্ধ রেখেছে। বড় হয়ে যাওয়া পূর্ণ বয়সের এই কাঁকড়া বেশিদিন খামারে রাখা যায় না। তাই ভরা মৌসুমে বিক্রি করতে না পারায় খামারে প্রতিদিনই মারা যাচ্ছে কাঁকড়া। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা।
চীনের করোনা ভাইরাসের কারণে রপ্তানী বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়ছে এ অঞ্চলের কাঁকড়া চাষীরা । প্রণোদনাসহ বিকল্প বাজার সৃষ্টির মাধ্যমে কাঁকড়া চাষীদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা।
আপস..