কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আখাউড়া জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আখাউড়া জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আর আহতদের ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এই কমিটি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে দূর্ঘটনাস্থল পরিদর্শন করছে রেলপথ মন্ত্রণালয়ের ৪ সদস্যের তদন্ত কমিটি। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে তারা । ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের কমিটিও কাজ শুরু করেছে।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি আহত একজনের হাতে টাকা তুলে দেন রেলওয়ের ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত হোসেন মহসীন। এদিকে, প্রাণহানির ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করেন মন্দভাগ রেলষ্টেশন মাষ্টার মো: জাকের হোসেন চৌধুরী।