রাজধানীর কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা চুরির ঘটনায় চক্রের তিন সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের কাছে তিনটি বিদেশি পিস্তল ও ১’শ রাউন্ড গুলি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ২০ আগস্ট রাজধানীর কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনার দায় স্বীকার করে আসামীরা। তারা একাধিক চুরির ঘটনা ও দস্যুতার সাথে জড়িত। রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তারা দিনে অন্য পেশা আর রাতে চুরি করে বলে জানান, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ।