কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে আগুনে পুড়ল ২৩ আড়ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুনে অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে গেছে।
গতরাতে জাপান মৎস্য আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘটনাস্থলে পাশে নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ২৩ আড়ত পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।